kalerkantho


পল্টনে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৪০পল্টনে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

রাজধানীর পল্টনে মোশাররফ হোসেন ভুঁইয়া (২১) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আজ সোমবার বিকেলে পল্টনের কালভার্ট রোডের ৩৭/২ ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জের এক এমপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোশারফ রূপগঞ্জ গাউছিয়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জের আওয়ামী লীগ কর্মী।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। সেখানে পুলিশ গেছে। বিষয়টি জানার চেষ্টা চলছে।’

জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মোশাররফ হোসেন ভুঁইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এমপির লোকজন। তারা জানান, আজ বিকেলে ঢাকার পল্টনে এমপির অফিসে আসেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। সেখানে সন্ধ্যায় হঠাৎ একটি গুলির শব্দ হয়। এতে আহত হন মোশাররফ হোসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার তলপেটে গুলি লেগেছে।

 মন্তব্য