kalerkantho


পল্লবীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২৬পল্লবীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় মো. ফরিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদের চাচাতো ভাই মো. রাশেদ জানান, ফরিদ দোকান কর্মচারী। দোকানের সামনেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফরিদকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রয়েছে।মন্তব্য