kalerkantho


ড. জহুরুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০১ড. জহুরুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এ টি এম জহুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্র ও বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপত গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মন্তব্য