kalerkantho


সাবেক ইউজিসি চেয়ারম‌্যান অধ্যাপক জহুরুল হক আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৯সাবেক ইউজিসি চেয়ারম‌্যান অধ্যাপক জহুরুল হক আর নেই

বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম‌্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এ টি এম জহুরুল হক মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয় বলে তার ছেলে সাজেদুল হক জানান। ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের পরিচালক এ টি এম সাজেদুল জানান, তার বাবা লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বয়স। দুপুরে ঢাকা বিশ্ববিদ‌্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অবসরে যাওয়ার পর দুই বছর ঢাকা ওয়াসার চেয়ারম‌্যানের দায়িত্ব পালন করেন এ টি এম জহুরুল হক। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম‌্যান ছিলেন তিনি। এই শিক্ষক মৃত্যুর আগ পর্যস্ত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন।

 মন্তব্য