kalerkantho


যাত্রাবাড়িতে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩০যাত্রাবাড়িতে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, নিহত ২

রাজধানীর যাত্রাবাড়িতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন। আজ রবিবার দুপুরে যাত্রাবাড়ীর গুটিবাড়ি এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আনিস, বয়স ৪০ বছর। অপরজনের পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদউদ্দিন জানান, হতাহত সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। ঢাকায় তারা গ্যাস বেলুন বিক্রি করত। আজ দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।মন্তব্য