kalerkantho


সুরঞ্জিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের শোক

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩৩সুরঞ্জিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। হাইকমিশন থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি সুরঞ্জিতকে খ্যাতিমান, মর্যাদাসম্পন্ন ও বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

ভারতের হাইকমিশনার বলেছেন, ‘বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সুরঞ্জিতের সঙ্গে বেশকিছু অনুষ্ঠানে আমার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ কয়েকদিন আগে সংসদ প্রাঙ্গণে সরস্বতী পূজার অনুষ্ঠানে দেখা হয় আমাদের। অসুস্থতা সত্ত্বেও তিনি এ আয়োজনে অংশ নিয়েছিলেন।’

শ্রিংলা আরও বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। এর মাধ্যমে গভীর শুন্যতা সৃষ্টি হলো এখানকার রাজনৈতিক অঙ্গনে।’

সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত এবং তাদের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

রবিবার, ৫ ফেব্রুয়ারি ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।মন্তব্য