kalerkantho


সুরঞ্জিত সেনগুপ্ত হাসপাতালে

কালের কণ্ঠ অনলাইন   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৫৫সুরঞ্জিত সেনগুপ্ত হাসপাতালে

প্রবীণ রাজনীতিবিদ, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে গুরুতর অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ শনিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় বলে জানান সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক।

জানা গেছে, রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন সুরঞ্জিত। এর আগে গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। কামরুল হক বলেন, "স্যারের অবস্থা সংকটাপন্ন, ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।" দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী।

 মন্তব্য