kalerkantho


আটক ২৮ নারীর নাম-পরিচয়

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫১আটক ২৮ নারীর নাম-পরিচয়

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আটক ২৮ নারীদের মধ্যে কয়েকজন যুদ্ধপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্য রয়েছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের ১১/৭ বাড়ির দোতলা থেকে গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন চাওয়া হবে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলেন :
১. শাহনাজ বেগম (৫৬) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটার অথবা সভানেত্রী।
২. নাইমা আক্তার নাইমা (৫৫) : জামায়াতে ইসলামীর রোকন।
৩. উম্মে খালেদা (৪০) : জামায়াতে ইসলামীর কর্মী।
৪. জোহরা বেগম (৩৫) : জামায়াতে ইসলামীর রোকন।
৫. সৈয়দা শাহিন আক্তার (৪০) : জামায়াতে ইসলামীর রোকন।
৬. উম্মে কুলসুম (৪২) : জামায়াতে ইসলামীর সাথী।
৭. জেসমিন খান (৪৩) : জামায়াতে ইসলামীর রোকন।
৮. খোদেজা আক্তার (৩২) : জামায়াতে ইসলামীর সাথী।
৯. সালমা হক (৪৫) : জামায়াতে ইসলামীর রোকন।
১০. সাকিয়া তাসনিম (৪৭) : জামায়াতে ইসলামীর রোকন।
১১. সেলিমা সুলতানা সুইটি (৪৮) : জামায়াতে ইসলামীর রোকন।
১২. হাসসা (৪৫) : জামায়াতে ইসলামীর রোকন।
১৩. আখলিমা ফেরদৌস আঁখি (৪৭) : জামায়াতে ইসলামীর রোকন।
১৪. রোখসানা বেগম (৫১) : জামায়াতে ইসলামীর সদস্য।
১৫. আফসানা মিমি (২৫) : জামায়াতে ইসলামীর কর্মী।
১৬. শরীফা আক্তার (৫৩) : জামায়াতে ইসলামীর সদস্য।
১৭. রুবিনা আক্তার (৩৮) : জামায়াতে ইসলামীর রোকন।
১৮. তাসলিমা (৫২) : জামায়াতে ইসলামীর সদস্য।
১৯. আসমা খাতুন (৩৫) : জামায়াতে ইসলামীর রোকন।
২০. সুফিয়া ওরফে চাঁদনি (৪১) : জামায়াতে ইসলামীর সমর্থক।
২১. আনোয়ারা বেগম (৪৬) : জামায়াতে ইসলামীর রোকন।
২২. ইয়াসমিন আক্তার (৪১) : জামায়াতে ইসলামীর কর্মী।
২৩. সাদিয়া (৪৫) : জামায়াতে ইসলামীর সমর্থক।
২৪. ফাতেমা বেগম (৫১) : জামায়াতে ইসলামীর সমর্থক।
২৫. উম্মে আতিয়া (৪৬) : জামায়াতে ইসলামীর রোকন।
২৬. রুমা আক্তার (৩২) : জামায়াতে ইসলামীর রোকন।
২৭. রাজিয়া আক্তার (৪২) : জামায়াতে ইসলামীর সমর্থক।
২৮. রহিমা খাতুন রিমা (৩০) : জামায়াতে ইসলামীর রোকন।

 মন্তব্য