kalerkantho


ঢাবির পাঁচ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

কালের কণ্ঠ অনলাইন   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:০৭ঢাবির পাঁচ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

কথাকাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগকর্মীরা। তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহিদুল ইসলাম, হিরক, আশিক, আজম, সাঈদ ও জিহাদ। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ হলের মাঠের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূজামণ্ডপের সামনে একই বিভাগের শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন। এ সময় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের সঙ্গে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। পরে উৎপলের অনুসারীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, "এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"মন্তব্য