kalerkantho


শিল্পাচার্য জয়নুল উৎসব লোকজ মেলা ২৯ ডিসেম্বর

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ডিসেম্বর, ২০১৬ ২২:২৮শিল্পাচার্য জয়নুল উৎসব লোকজ মেলা ২৯ ডিসেম্বর

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়নুল উৎসব এবং লোকজ মেলা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। 
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এ বছর ‘জয়নুল সম্মাননা-২০১৬’ প্রদান করা হবে ভারতের প্রখ্যাত শিল্পী অধ্যাপক যোগেন চৌধুরী এবং বাংলাদেশের প্রতিথযশা শিল্পী অধ্যাপক হাশেম খানকে।
অনুষ্ঠানে শিল্পী তারক গড়াইয়ের নির্মিত ভাস্কর্যের আবরণ উন্মোচন করা হবে।মন্তব্য