kalerkantho


জেএসসি বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৭:৫২জেএসসি বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারের জেএসসি-জেডিসি পরীক্ষার দায়িত্ব ছেড়ে দেওয়ায় নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ শনিবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মুহা. সাইফুল্লাহ জানান, আগামীকাল রবিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। জেএসডি-জেডিসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন।

প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত না হওয়ার কথা জানিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরও গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজার জানান, এবারের জেএসসি-জেডিসি পরীক্ষার দায়িত্ব নেবে না তার মন্ত্রণালয়।

আগামী ১ থেকে ১৭ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি নির্ধারিত আছে, যাতে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে।


মন্তব্য