kalerkantho


বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৬:৫৪বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর আজ এ কথা জানায়। 
আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টায়। 
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনিভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনিভূত হয়ে পূর্ব-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।


মন্তব্য