kalerkantho


চাল বিতরণে আমরা এলাকায় অনিয়ম কম : পরিকল্পনামন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১৪:৫৪চাল বিতরণে আমরা এলাকায় অনিয়ম কম : পরিকল্পনামন্ত্রী

১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচিতে নিজ এলাকায় (কুমিল্লা) অনিয়ম কম হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে সামাজিক নিরাপত্তা নিয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক এর কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান।
 
আ হ ম মুস্তফা কামাল বলেন, ১০ টাকার চাল বিতরণে অনেক জায়গায় অনিয়মের খবর পাওয়া গেছে। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। নানা জায়গায় অনিয়ম হলেও আমার এলাকায় (কুমিল্লা) তুলনামূলকভাবে কম হয়েছে। কেননা, আমার এলাকার মানুষ অন্য এলাকার তুলনায় ভালো। ছাত্রলীগ-যুবলীগ সব জায়গায় খারাপ না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

 


মন্তব্য