kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১১:৫৩রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী জানান, সায়েদাবাদ, কমলাপুর, মুগদা, বংশাল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

 


মন্তব্য