kalerkantho


ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু

'এই ধন্যবাদ সারাজীবন বহন করতে হবে'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ২০:৪৪'এই ধন্যবাদ সারাজীবন বহন করতে হবে'

রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাবেয়া কুলসুম পিংকি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার আগমুহূর্তে তার নিজস্ব ফেসবুক পেইজে ‘সবাইকে ধন্যবাদ’ জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। কেন  ধন্যবাদ জানিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে শুভাকাঙ্ক্ষীরা।   ওই স্ট্যাটাস দেওয়ার দুই ঘণ্টা আগে একজন লিখেছেন, 'চলে যাওয়া কোনও সমাধান নয়, ফিরে আসো ভালো থাকো।' 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে পিংকির লাশ উদ্ধার করে পুলিশ।রাবেয়া কুলসুম পিংকির গলায় ফাঁসির দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পিঙ্কির মৃত্যুর খবর পাওয়ার পরে ওই স্ট্যাটাসে একজন লিখেছেন, যতদিন বেঁচে থাকবো তোমার এই ধন্যবাদ বহন করে বাঁচতে হবে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, নিহতের গলায় ফাঁসির দাগ এবং হাতে ব্লেডের কাটা দাগ আছে। তবে এটি আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  পুলিশ বলছে, স্বজনরা বাসা থেকে রাবেয়াকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।


মন্তব্য