kalerkantho


অজয় রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১৭:৩১অজয় রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কমিউনিস্ট কেন্দ্রের সাবেক আহবায়ক অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি স্বর্গীয় অজয় রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অজয় রায় দীর্ঘ ৬ মাস ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টায় ধানমন্ডির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


মন্তব্য