kalerkantho


সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৯:৩৩সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

তথ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আজ অফিসে আসার পথে যাত্রাবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সহিদুল ইসলাম মারা যান। 
সহিদুল ইসলাম ৮ই নভেম্বর ১৯৬০ সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে তথ্য মন্ত্রণালয়ে চাকুরীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লী এবং ওয়াশিংটনে প্রেস উইংয়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মন্তব্য