kalerkantho


শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামীকালের মানববন্ধন ও বৃহস্পতিবারের সভা স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৯:২৬শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামীকালের মানববন্ধন ও বৃহস্পতিবারের সভা স্থগিত

আগামীকাল সকাল ১১টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য প্রতীকী মানববন্ধন পালন স্থগিত করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আগামী ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধিজনের সমন্বয়ে সামাজিক আন্দোলন বিষয়ের উপর যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারির মাধ্যমে প্রতীকি এ মানববন্ধন ও সচেতনতামূলক সভাটি অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে।
অনুষ্ঠান দু’টির পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে বলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য