kalerkantho


ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান লন্ডন যাচ্ছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৮:২১ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান লন্ডন যাচ্ছেন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য লন্ডনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন।
ইউনাইটেড কিংডমের (ইউকে) ফরেন এবং কমনওয়েলথ অফিসের (এফসিও) আমন্ত্রণে বাংলাদেশ ‘প্রিভেনটিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম এন্ড ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনটি ১৯ থেকে ২০ অক্টোবর এফসিও’র লকারনো স্যুট-এ অনুষ্ঠিত হবে। 
ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশে জঙ্গীবাদসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড দমনে সরকারের নেয়া পদক্ষেপের উপর বক্তৃতা প্রদান করবেন। 
উগ্রবাদ প্রতিরোধে জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে কমনওয়েথভুক্ত দেশসমূহের প্রায় ১০০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করবে । 


মন্তব্য