kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৫:০২বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

দুই দিনের বাংলাদেশ সফরে এসে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঘুরে গেলেন ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক।

আজ সোমবার বেলা ১০টা ৩৫ মিনিটে জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সম্পূর্ণ ঘুরে দেখেন তিনি। এ সময় তাকে সহায়তা করেন রেদওয়ান মুজিব সিদ্দিক। জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন তিনি। সেখানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

আজ সোমবার সকালে বাংলাদেশ সফরের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছান জিম ইয়ং কিম। এরপর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রাথমিক ব্রিফিং দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আসেন জিম ইয়ং কিম।


মন্তব্য