আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আমু বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি সাভারে স্থানান্তর না করলে ১ জানুয়ারি থেকে হাজারীবাগের সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরে ট্যানারি মালিকরাও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী। পরে মন্ত্রী চামড়া শিল্পনগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের বিভিন্ন প্লান্ট পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিল্পসচিব মোশারফ হোসেন ভূঁইয়াসহ ট্যানারির বিভিন্ন সংস্থার মালিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের