kalerkantho


চিনপিং'র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন? ফেসবুকে সমালোচনা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ২২:২৫চিনপিং'র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন? ফেসবুকে সমালোচনা

চীনের রাষ্ট্রপতি শি চিনপিং এর সঙ্গে দেখা করতে ব্যর্থ হলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। অনেক তদবির করেও চিনপিং এর শিডিউলে নিজের সাক্ষাতের বিষয়টি তুলতে পারেন নি তিনি।

শি চিনপিং'র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন এরশাদ? এমন প্রশ্ন রাজনৈতিক মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন, বিরোধী দল হিসেবে জাপা নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। কেউ বলছেন, 'চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই'।

ফেসবুকে বাবুল খন্দকার লিখেছেন, 'বাংলাদেশের প্রধান বিরোধী দল (গৃহপালিত) নেতা রওশন এরশাদ এবং এরশাদ সাহেবের সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠকের কোন প্রেস রিলিজ এখনো চোখে পরলো না আমার । আপনাদের কি কারো চোখে পরেছে এমন কোন সংবাদ। একটু জানাবেন দয়া করে।'

অঞ্জনা ইসলাম লিখেন, 'চিংকু বাবু রওশন ম্যাডামরেও খুঁজল না। এতবড় অপমান জাতি মাইনা নিবে কি? লুকটারে দেশে ঢুকতে দেয়ায় উচিত হয় নাই।'

ইবরাহিম খলিল বলেন, 'শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেই রওশন এরশাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলাদাভাবে শোপিসের সাথে দেখা করে সময় নষ্টের কোন মানে হয় না। হ্যাশট্যাগ সে নো টু অপজিশন।'

তাসকিন আয়লান লিখেছেন, 'চাচী রওশন এরশাদ নাকি লজ্জা- অপমানে ফাঁসি খেতে চেয়েছিল কিন্তু পাশে কোন কচুর ডগা পায়নি!! চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই। উলটা বেগম জিয়ার সাথে সৌজন্য বৈঠক করেন।'

দলটির একটি সূত্র মনে করে, দেশের রাজনীতিতে জাপার ভূমিকা নিয়ে সন্দিহান বলেই চীনের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ পাননি জাপার কোনও নেতা।

এ ব্যাপারে জানতে চাইলে রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাপার প্রেসিডিয়ামের সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, আমি দেশের বাইরে ছিলাম, বলতে পারবো না।

দলীয় সূত্র জানায়, বিরোধী দল হিসেবে জাপা নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। এ কারণে দেশ ও দেশের বাইরে কোথাও দলটির বিরোধী দলের ইমেজ দাঁড়ায়নি।


মন্তব্য