kalerkantho


রবিবার থেকে শুরু হচ্ছে শাবিপ্রবির ভর্তি আবেদনপত্র বিতরণ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১৭:৪৪রবিবার থেকে শুরু হচ্ছে শাবিপ্রবির ভর্তি আবেদনপত্র বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-র ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনপত্র বিতরণ রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হবে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদনপত্র বিতরণ চলবে।
আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় 'এ' ইউনিটের এবং বেলা আড়াইটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসাইন জানিয়েছেন।
তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।


মন্তব্য