kalerkantho


ঢামেক গেটে দুর্ঘটনা : সন্তানের পর চলে গেলেন মা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১৫:৩১ঢামেক গেটে দুর্ঘটনা : সন্তানের পর চলে গেলেন মা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স চাপায় ঘটনাস্থলেই মারা যায় গোলেনুরের পাঁচ বছর বয়সী ছেলে শাকিল। এরপর মারা যায় গর্ভে থাকা ছয় মাসের ভ্রুণ। সন্তানদের টানে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন মাও। আজ শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকাল ৯টায় হাসপাতাল গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে গেলে পথচারীরা চাপা পড়েন।

এতে ঘটনাস্থলেই গোলেনুরের পাঁচ বছর বয়সী ছেলে শাকিল এবং আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় গোলেনুরসহ আহত হন আরও পাঁচজন। আহত সূর্য বেগম, সজিব, রমজান আলী ও বাবু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 


মন্তব্য