kalerkantho


আজ শুরু দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১২:০৪আজ শুরু দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে আজ শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল সমাপনী অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন।
 
সম্মেলনে বিভিন্ন অধিবেশনে শতাধিক বক্তা আলোচনা করবেন। এ সম্মেলনের আয়োজন করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে সহযোগী ভূমিকায় থাকছে চার আঞ্চলিক সংস্থা ভারতের রিসার্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস), নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স অ্যান্ড এনভায়রনমেন্টস (এসএডাব্লিউটিইই), পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউট (এসডিপিআই) এবং শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা।

 


মন্তব্য