kalerkantho


মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৯:১০মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইদুল ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। 

সাইদুলের সহপাঠী হাবিবুর রহমান জানান, মিরপুর কাজীপাড়ায় অবস্থিত বাইতুল রব আমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ালেখা করত সাইদুল। গতকাল রাতে খাওয়ার আগে সাইদুল ছাদে যায়। ছাদে হাঁটাহাঁটি করার সময় তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য