kalerkantho


'বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে চীন'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৮:১৫'বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে চীন'

চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে চীন। আজ শুক্রবার বাংলাদেশ সফরের জন্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন।

সি জিনপিং বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক আস্থা, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া ও বাস্তবসম্মত সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে নিতে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।’

তিনি বলেন, ৪১ বছর ধরে বিদ্যমান বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

চীন ও বাংলাদেশ উন্নয়নের দিকে ক্ষেত্রে একইভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, চীনের স্বপ্ন হচ্ছে, বাংলাদেশের স্বপ্ন ‘সোনার বাংলার’ সঙ্গে নিবিড় সংহতির মাধ্যমে পুরো চীনকে তেজোদীপ্ত করা।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ও ভবিষ্যৎ​ সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে বিশদ আলোচনা হবে; যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা করবে।

গত ৩০ বছরের মধ্যে চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সি জিনপিং এই প্রথম বাংলাদেশ সফরে আসেন। কম্বোডিয়া সফর শেষে আজ শুক্রবার বিশেষ বিমানে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ সফর শেষে আগামীকাল শনিবার তিনি অষ্টম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের গোয়ার উদ্দেশে রওনা দেবেন।


মন্তব্য