kalerkantho


চারুকলায় চলছে শরৎ উৎসব

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ০৯:০৬চারুকলায় চলছে শরৎ উৎসব

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যাম্পাসের দরজায় ঢুকতে মিলল কাঁশফুলের মিষ্টি  ছোঁয়া। সুরের তালে সচকিত হলো চারপাশ। ‘দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়’।  শুক্রবার এভাবেই শুরু হলো শরৎ উৎসব। চারুকলা চত্বরের গাছগুলোর মাথায় তখন সূর্যের আলো স্পর্শ। ‘আজকে একটু বেশিই গরম পড়েছে তাই না?’ অনুষ্ঠান শুরুর আগে নিজ থেকেই প্রশ্ন করলেন আয়োজনের কর্মযজ্ঞে নিয়োজিত একজন।

সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর উগ্যোগে এই আয়োজন শুরু হয় অসিত বিশ্বাসে এস্রাজের সুরে। শরতের শুভ্র সকালে সে সুর উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করছে।  দিনব্যাপী চলবে  এই আয়োজন।


মন্তব্য