kalerkantho


থাইল্যান্ডের রাজার মৃত্যুতে এরশাদের শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৫থাইল্যান্ডের রাজার মৃত্যুতে এরশাদের শোক

বিশ্বের সবচাইতে বেশি সময় ৭০ বৎসর সিংহাসনে অধিষ্ঠিত থাকা আধুনিক থাইল্যান্ডের নির্মাতা রাজা ভূমিবল অতুল্যতেজ-এর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় এরশাদ বলেন, ভূমিবল অতুল্যতেজ ছিলেন আমার খুব ভাল বন্ধু এবং শুভাকাঙ্খী। আমি তার বিদেহী আত্মার জন্য মহানসৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরপারে সৃষ্টিকর্তা তাঁকে যেন শান্তিতে রাখেন। আমি তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই। 
উল্লেখ্য, থাইল্যান্ডের রাজা ভূমিবল অতুল্যতেজ আজ থাইল্যান্ডের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে মারা যান।


মন্তব্য