kalerkantho


চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে ভারতের উদ্বেগের কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ২০:২৯চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে ভারতের উদ্বেগের কিছু নেই : পররাষ্ট্রমন্ত্রী

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের ব্যাপারে ভারতের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, সফরের ফলে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে- এমন কোন তথ্যও তার জানা নেই। 
 
আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
 
ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে এ ধরনের তথ্য সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়- এই নীতিমালার ভিত্তিতে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি বঙ্গবন্ধু শেখ মুজিব চালু করেছিলেন বর্তমান সরকার সেই নীতিতেই দেশ চালাচ্ছে।
 
মন্ত্রী বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব ‍রাখতে চাই, কারো সাথেই আমরা শত্রুতা করতে চাই না। কাজেই চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের ফলে কোন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন হবে এটা ঠিক নয়।
 
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে চীনের কাছ থেকে বাংলাদেশ অনেক সুবিধা পাচ্ছে না- এ তথ্য সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোন তথ্য তার জানা নেই।


মন্তব্য