kalerkantho


চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত কাল বিকেলে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৬ ২০:০৬চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত কাল বিকেলে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর ঢাকা সফরের সময় সাক্ষাত করবেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে একথা জানান।
আগামীকাল শুক্রবার বাংলাদেশে সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং। 
মারুফ কামাল খান সোহেল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাক্ষাত করবেন।’
এদিকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকতা শায়রুল কবির খান বাসস’কে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা সাক্ষাতকালে উপস্থিত থাকবেন।


মন্তব্য