kalerkantho


চট্টগ্রামে আগুনে পুড়লো বিআরটিসির পাঁচ বাস

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১৮:০৭চট্টগ্রামে আগুনে পুড়লো বিআরটিসির পাঁচ বাস

চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বালুচড়া এলাকায় আজ ভোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ডিপোতে এক অগ্নিকাণ্ডে ৫টি ডাবল ডেকার বিআরটিসি বাস পুড়ে গেছে।
বায়েজিদ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, আজ ভোর ৫টা ৫৫ মিনিটে ডিপোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এনামুল হক বাসসকে জানান, অগ্নিকা-ে ডিপোতে থাকা ৫টি ডাবল ডেকার বিআরটিসি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
জেলা প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। যত শিগগির সম্ভব তদন্ত শেষে এ ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


মন্তব্য