kalerkantho


ডেমরায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ২১:৪৬ডেমরায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় জাহিদ হোসেন (১৮) নামক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জাহিদের ফুফাতো ভাই মাসুদ জানায়, জাহিদ বাড্ডা শাহজাদপুর এ ব্লকের ৬১নং বাসায় পরিবারের সাথে থাকত। সে একটি হার্ডওয়ার দোকানে কাজ করত। সারুলিয়ায় তার চাচা সিদ্দিক মিয়ার বাসা। চাচাতো বোন সুলতানার সঙ্গে প্রেম ছিল জাহিদের। সোমবার সন্ধ্যায় সুলতানাকে দিয়ে ফোন করে জাহিদকে ডেকে নেয় তার চাচা সিদ্দিক এবং চাচাতো ভাই গাজি ও মাসুদ। জাহিদ সেখানে গেলে তাকে পিটিয়ে আহত করে সিদ্দিক ও তার দুই ছেলে। পরে জাহিদের বাবাকে ফোন দিয়ে তাকে নিয়ে যেতে বলে তারা। রাত ১২টার দিকে বাবা এবং বড় ভাই রিয়াজ ডেমড়ার বাসায় গিয়ে দেখে জাহিদ অচেতন অবস্থায় মাটিতে পরে আছে। পরে জাহিদকে উদ্ধার করে ভোরে বাড্ডার বাসায় নিয়ে যায় তারা এবং তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে অবস্থার অবনতি হওয়ায় জাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
জাহিদের বাবা অভিযোগ করেন, তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে তার ভাই সিদ্দিক এবং তার ছেলেরা।
এ বিষয়ে ডেমড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য