kalerkantho


সিলেটে বদরুলের প্রতি ঘৃণা জানিয়ে থুথু স্তম্ভ

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ২০:২৪সিলেটে বদরুলের প্রতি ঘৃণা জানিয়ে থুথু স্তম্ভ

প্রেমে প্রত্যাখান হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছিল সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে। 

ধিকৃত এই বদরুলের চাপাতির একেকটি কুপে মাটিতে লুটিয়ে পড়েছিল মানবতা। এই ঘটনার পর থেকেই সে হয়েছে ঘৃণার পাত্র। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছে প্রতিবাদসহ নানা কর্মসূচীও।

এবার তার প্রতি ঘৃণা থেকে তাকে ধিক্কার জানিয়ে সিলেটে করা হয়েছে ‘থুথু স্তম্ভ’। মঙ্গলবার সকালে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ীভাবে ‘থুথু স্তম্ভ’র বানিয়ে সেখানে ‘থুথু নিক্ষেপ’ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)-এর উদ্যোগে বদরুলের শাস্তির দাবিতে এবং জনসচেতনা সৃষ্টির লক্ষ্যেই এটি স্থাপন করা হয়েছে। স্থাপিত এই স্তম্ভে স্বতস্ফুর্তভাবে থুথু নিক্ষেপের মাধ্যমে বদরুলের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছেন সর্বস্তরের জনসাধারণ।


মন্তব্য