kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় বন্ধ হচ্ছে না ফেসবুক

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ১৯:৩০প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় বন্ধ হচ্ছে না ফেসবুক

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ হচ্ছে বলে খবর ছড়ালেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, ফেসবুক বন্ধ রাখার প্রশ্নই উঠে না, এমন কোনো চিন্তাও মাথায় আসেনি।


আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে ব‌্যাপক আলোচনা চলছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে।
এ ধরনের খবরে ক্ষোভ প্রকাশ করে গণশিক্ষা সচিব বলেন, ভেরিফিকেশন না করে কই থেকে যে অদ্ভুত নিউজ দেয়। এগুলো এখন আর করা যায় না। মাথা ব্যথা হলে কি আর মাথা কাটা যায়? আগে মাথা ব্যথা সারাতে হবে। আমি কয়টা বন্ধ করব? ফেসবুক আছে, ভাইবার আছে, ইউচ্যাট আছে, আরও অনেকগুলো আছে, কয়টি বন্ধ করব আমরা?
আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।


মন্তব্য