kalerkantho


ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখার আহবান রওশন এরশাদের

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ১৯:১৬ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখার আহবান রওশন এরশাদের

পবিত্র আশুরা উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখার আহবান জানিয়েছেন। 
পবিত্র আশুরা উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহবান জানিয়ে আরো বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন।
রওশন এরশাদ বাণীতে আরও বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ও হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জল হয়ে আছে। 
বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় জীবনে কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী প্রতিফলন ঘটলেই সকল অন্যায় ও অত্যাচার্রে বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগাবে। 


মন্তব্য