kalerkantho


সব কিছুর ঊর্ধ্বে মানবধর্ম : চুমকি

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ১৪:১২সব কিছুর ঊর্ধ্বে মানবধর্ম : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে মানবধর্ম। মানুষের ওপর বড় কিছু নাই। সোমবার দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনশুরপুর মনসাতলা পূজামণ্ডপে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মন্দির পরিচালনা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন অসুর হচ্ছে অন্যায়ের প্রতীক। যারা ধর্মের নামে নানা ধরনের অপব্যাখ্যা দেয় তারা অসুরের মতোই। আর তাই এই অন্যায়ের প্রতীক অসুরদের প্রতিহত করে যা সুন্দর এবং স্বাভাবিক তার পূজা করতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি পূজামণ্ডপে আনন্দ দেখে মনে হচ্ছে এই আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এ আনন্দ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের।
 
মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার নাগ নন্দর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ। এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন খন্দকার ও সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য