kalerkantho


ভারি বর্ষণ হতে পারে

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৬ ২০:৪৩ভারি বর্ষণ হতে পারে

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের সাতটি বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। 
আবহাওয়া অফিস আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 
এতে বলা হয়, আজ দুপুর বারটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মমনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। 
আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 


মন্তব্য