kalerkantho


‘মীনা’ চরিত্র সৃষ্টির প্রশংসায় তথ্যমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ২২:৪১‘মীনা’ চরিত্র সৃষ্টির প্রশংসায় তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ অনুকরণীয় ‘মীনা’ চরিত্র সৃষ্টির জন্য ইউনিসেফ’কে অভিনন্দন জানিয়েছেন এবং শিশুদের মধ্যে অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করার জন্য ‘স্পন্সর’দের প্রতি আহবান জানান। 
তিনি আরও বলেন, ‘মীনা’ তরুণ প্রজন্মকে একটি স্বাস্থ্যবান ও শিক্ষিত সমাজের স্বপ্ন দেখতে শেখায়। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই চরিত্রটির বক্তব্যের ক্ষেত্র আরও প্রসারিত হবে। 
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে গণমাধ্যমে কর্মরতদের জন্য ইউনিসেফ আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় এ্যানিমেশন চরিত্র ‘মীনা’র নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। 
অনুষ্ঠানে ইউনিসেফ (বাংলাদেশ)-এর পক্ষে উপস্থিত ছিলেন জিডুলা মাসিকু এবং সীমা ইসলাম। আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। 
১ম, ২য় ও ৩য় পুরস্কার বিজয়ীরা ক্রেস্টসহ যথাক্রমে- নগদ ৫০ হাজার, ২৫ হাজার এবং ১৫ হাজার টাকা লাভ করেন। 


মন্তব্য