kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


নিজ বাসার সামনে ভূমি কর্মকর্তা গুলিবিদ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৪:৩০নিজ বাসার সামনে ভূমি কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর ভাষানটেক এলাকায় নিজ বাসার সামনে ভূমি রেকর্ড ও জরিপ কর্মকর্তা শহীদুল ইসলাম (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা শহীদুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তার ছেলে পিন্টু ও গাড়িচালক কবির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন।

কবির হোসেন বলেন, সকালে বাসা থেকে বের হয়ে গাড়ি ঘোরানোর সময় মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত স্যারকে গুলি করে পালিয়ে যায়। গলায় গুলি লাগে। পরে স্যারের ছেলে ও আমি স্যারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, সকালে ভূমি রেকর্ড ও জরিপ কর্মকর্তা শহীদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

 


মন্তব্য