kalerkantho


২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান বিচারপতি

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ২৩:২৫২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এই ভাষণ দেবেন। 
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ বাসস’কে আজ এ কথা জানান। 
তিনি বলেন, ইতোমধ্যে সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উক্ত অনুষ্টানে উপস্থিত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।


মন্তব্য