kalerkantho


'আড়াই বছরে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৮২২টি'

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ২৩:২১'আড়াই বছরে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৮২২টি'

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত উচ্চ আদালতসহ নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে সর্বমোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৮২২টি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টের আপীল বিভাগে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২১ হাজার ৪২৮টি। ওই একই সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৮৩ হাজার ৮৮টি। 
তিনি বলেন, দেশের সকল জেলা ও দায়রা জজ আদালতসহ সকল প্রকার ট্রাইব্যুনালে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৪৯৫টি।
আইনমন্ত্রী বলেন, সকল ম্যাজিস্ট্রেট আদালতে (সকল সিএমএম ও সিজেএম) একই সময়ে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১৯ লাখ ৩৬ হাজার ৮১১টি।


মন্তব্য