kalerkantho


ঢাবি গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : ২২২১ জন উত্তীর্ণ

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ২২:২৯ঢাবি গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : ২২২১ জন উত্তীর্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২২১ জন উত্তীর্ণ হয়েছে। 
আজ রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৪২ হাজার ১২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ২২১ জন উত্তীর্ণ হয়েছে। গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে এসএমএস করেও জানা যাবে। 
ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ২৩৪ জন অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ৩৮ হাজার ১০ জন অনুত্তীর্ণ হয়েছে। 
পাশকৃত ১ থেকে ১৩০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


মন্তব্য