kalerkantho


নার্গিসের অবস্থা এখনও অপরিবর্তিত

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১৫:২৪



নার্গিসের অবস্থা এখনও অপরিবর্তিত

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার বাবা মাসুক আলী। আজ বৃহস্পতিবার বেলার ১২টার দিকে তিনি জানান, ৭২ ঘণ্টা পার হলে পরিস্থিতি বোঝা যাবে। তিনি জানান, নার্গিসের চাচারা উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা বলেছেন। ৭২ ঘণ্টা পার হলে আমরা সিদ্ধান্ত নেবো দেশের বাইরে নেওয়া হবে কিনা।

এদিকে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না। উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। এ দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।

 


মন্তব্য