kalerkantho


আইসিইউতে অচেতন খাদিজা, পাশে দাঁড়িয়ে নারী এমপির সেলফি

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২৩:১৮আইসিইউতে অচেতন খাদিজা, পাশে দাঁড়িয়ে নারী এমপির সেলফি

ছবি : ফেসবুক থেকে নেয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার চাপাতির উপর্যুপরি হামলায় আহত খাদিজা আক্তার নার্গিস (২৩) এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।

সেই খাদিজাকে দেখতে গিয়ে তোলা সেলফি আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। 

ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, নারী এমপির ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম নার্গিস। 

আরেকটি ছবিতে দেখা যায় এমপি তুহিনের সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিলসহ আরেকজন নারী।  

আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজাকে দেখতে গিয়ে এমপি তুহিনের তোলা এসব সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ভর্ৎসনা করেছে।


মন্তব্য