kalerkantho


সকল ধর্মের মানুষের প্রতি পরস্পরকে সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২১:২০সকল ধর্মের মানুষের প্রতি পরস্পরকে সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বলেছেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং বাংলাদেশের একটি ঐতিহ্য এবং প্রাচীনকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণের মধ্যদিয়ে এই উৎসব উদযাপিত হয়ে আসছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে জানায়, এবছর সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হবে। তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে তারা সবধরনের সহযোগিতা পাচ্ছেন।
তারা ২৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য ‘বিজয়া সম্মিলন’-এ রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল ধর্মের মানুষের প্রতি পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান যাতে তারা প্রত্যেকে তাদের নিজেদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


মন্তব্য