kalerkantho


বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় থাইল্যান্ড

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৬:৫১বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় থাইল্যান্ড

বাংলাদেশের ইলিশ মাছ আমদানির আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বুধবার  সচিবালয়ে বুধবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নপোঙ্গসে এই আগ্রহ প্রকাশ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম্ভাব্যতা যাচাই করে ইলিশ রফতানিতে সম্মতি প্রকাশ করেছেন।

সরকারের ২০১৫-২০১৮ সালের রফতানি নীতি অনুযায়ী ইলিশ রফতানি নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইলিশ রফতানির সুযোগ রাখা হয়েছে নীতিতে। বৈঠককালে মৎস্যমন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান থাই রাষ্টদূত। তিনি থাইল্যান্ডের মৎস্য ও প্রাণিসম্পদ খাত পরিদর্শনের অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছায়েদুল হক রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্যখাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে মৎস্যখাতে থাইল্যান্ডের সহায়তা কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


মন্তব্য