kalerkantho


'নার্গিস ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দেখতে চাই'

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:১২'নার্গিস ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দেখতে চাই'

সিলেটের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক। আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসকে দেখতে গিয়ে তিনি একথা বলেছেন।  

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকেই নিতে হবে। এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটার প্রতিফলন আমরা বাস্তবেও দেখতে চাই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেছেন, জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে সেই ভীতি দূর করা প্রয়োজন। ভীতি দূর করতে হলে এ ঘটনার বিচার জরুরি। এ ঘটনায় পুলিশকে দ্রুত চার্জশিট দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

 


মন্তব্য