kalerkantho


সিলেটের সেই কলেজছাত্রীর অবস্থা আশঙ্কাজনক

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৬:৫৬সিলেটের সেই কলেজছাত্রীর অবস্থা আশঙ্কাজনক

সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তিনি মস্তিষ্কে গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। এ অবস্থায় চিকিৎসকরা তার চিকিৎসার ব্যাপারে তেমন কিছু তথ্য দিতে চাচ্ছেন না। 

খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সহসম্পাদক।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে খাদিজাকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়।  

খাদিজার পরিবার জানিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় তাকে স্কয়ার হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


মন্তব্য