kalerkantho


তিন মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১৫:০০তিন মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ

চলতি অর্থবছরের ৩ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে ব্যয় হয়েছে মোট ১০ হাজার ৭০০ কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়িত হয়েছে ৭ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৬৮০০ কোটি টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, এডিপি বাস্তবায়ন বেড়েছে। আশা করছি অর্থবছর অনুযায়ী বাস্তবায়ন বাড়বে।

 


মন্তব্য